Nusoy Diet C





খাবার নিয়মঃ এক গ্লাস ঠান্ডা অথবা সাধারন পানির  সাথে ৪/৫ চা চামচ মিলিয়ে দৈনিক ১/২ বার খাবেন। (অন্যান্য খাবারের পরিবর্তে)।
কার্যকারীতাঃ

                 অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত খাদ্য গ্রহন এছাড়াও আনুষঙ্গিক নানা কারনে আমাদের শরীর মেদবহুল হয়ে পড়ে ও মুটিয়ে যায়। এতে আমাদের শরীরের ওজন বাড়ে ,  স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এই সময়ই আমাদের প্রয়োজন হয় ( DIET CONTROL) খাদ্য গ্রহনে ভারসাম্যতা আনা । র্থাৎ প্রয়োজনের তুলনায় কম খাবার খাওয়া যাতে শরীর তার মেদ/চর্বি কমিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। আর যখনই আমরা DIET CONTROL  শুরু করি তখনই  শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয় । এতে শরীর দুর্বল হতে থাকে । আর তখন দূর্বলতা জনিত নানা অসুখের প্রাদুর্ভাব দেখা দেয় । আর এই দূর্বলতা জনিত সমস্যা দূর করে আবার শরীরের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমরা আপনাদের জন্য এনেছি  NuSoy Diet C”।  NuSoy Diet C গ্রহনের ফলে আমাদের শরীর পায় পর্যাপ্ত পুষ্টি  ফলে শরীর পুষ্টির অভাবে দূর্বল হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না ও স্বাভাবিক নিয়মে জীবন ব্যাহত হতে থাকে। NuSoy Diet C এতে আছে প্রচুর পরিমানে প্রোটিন । প্রোটিন আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বিশেষ করে দেহের হাড়, নখ আর চুলের বৃদ্ধির জন্য এই প্রোটিনের প্রয়োজন হয়ে থাকে। আমাদের শরীরে প্রতিনিয়ত নতুন কোষের জন্ম হচ্ছে, এই কোষ তৈরিতেও প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু DIET CONTROL করার কারনে আমাদের শরীরে এই প্রোটিনের ঘাটতি হয়ে থাকে। প্রোটিনের অভাবের কারণে হঠাৎ করেই আপনার গাল ফুলে যেতে পারে। এটি আসলে লালাগ্রন্থি ফুলে যাওয়ার কারণে হয়ে থাকে। 

নখ সাদা হয়ে যাওয়া: প্রোটিন নখের স্বাস্থ্য রক্ষা করে থাকে।  আপনি যদি লক্ষ্য করেন যে আপনার নখের রং অনেকটা সাদা হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটি প্রোটিনের ঘাটতির কারণেই হয়েছে। 

চোখ ফুলে যাওয়া: প্রোটিনের অভাবে দেহের রক্তে রক্তরস কমে আসে, যার ফলে এই ফোলাভাব তৈরি হতে পারে। 

হাত ফুলে যাওয়া: প্রোটিনের অভাবে এই ফোলাভাবটা হাতেও দেখা দিতে পারে। যেহেতু প্রোটিন নতুন কোষ তৈরিতে সহায়তা করে সেহেতু এর অভাবে শরীরে পানি জমতে থাকে এবং তা থেকে ফোলাভাব তৈরি হয়। এছাড়া প্রোটিন শরীরে পানির ভারসাম্য রক্ষা করে যার অভাবে এই পানির ভারসাম্যতাও নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আমাদের মস্তিষ্ক একেবারেই কাজ করতে চায় না। অলস হয়ে যায়। এটিও প্রোটিনের ঘাটতির লক্ষণ। 

চুল পাতলা হয়ে যাওয়া: চুল এবং নখের গ্রোথে প্রোটিন বেশ সহায়তা করে থাকে। চুল পড়ে যাওয়ার সমস্যা বংশগত কারণেও হতে পারে। কিন্তু যখন তা অধিক মাত্রায় হয়ে থাকে তখন একমাত্র প্রোটিনের অভাবেই হয়। 

ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া: প্রোটিনের অভাবে ত্বক অনেক বেশি শুষ্ক আর রুক্ষ হয়ে যায়। ত্বকের মসৃনতা নষ্ট হয়ে যায়। এমন ধরনের সমস্যাতেও বুঝবেন যে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি আছে। আর এই সকল সমস্যা থেকে মুক্তি দেবে NuSoy Diet C Protein । তাই আর দেরি না করে আজই গ্রহন করুন NuSoy Diet C Protein


Presented By :

Pharmacist MASUM AL MAMUN

Registration no : A6095


Bangladesh Pharmacy Council

No comments:

Post a Comment